26 C
Dhaka
Thursday, October 2, 2025

গণঅভ্যুত্থানের পরও দখল-চাঁদাবাজি বন্ধ হয়নি পঞ্চগড়ে -ভিপি নুর

আরও পড়ুন

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি ::

গণঅভ্যুত্থানের পরও দেশে দখল ও চাঁদাবাজি বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ে শেরে বাংলা মোড়ে এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। নুরুল হক নুর বলেন, “গণঅভ্যুত্থানের পরও দেশে দখল ও চাঁদাবাজি বন্ধ হয়নি। আমি বলবো না আমার দলের প্রার্থীকে ভোট দিতে। আপনারা যাদের ভালো মনে করেন, তাদেরই ভোট দিন। আমাদের দলে দুর্নীতি, লুটপাট বা দখলের অভিযোগ নেই।

তারুণ্যের প্ল্যাটফর্ম হিসেবে আমাদের সুযোগ দিতে পারেন। সুযোগ পেলে দেশকে বদলে দিতে চাই, আমৃত্যু চেষ্টা করবো। তিনি আরও বলেন, “আমরা বুকের রক্ত দিয়ে চাঁদাবাজ ও দখলদারদের হটিয়েছি। কিন্তু এখনো দেশে দখল ও চাঁদাবাজি বন্ধ হয়নি। এখন কারা দখলদার ও চাঁদাবাজ, তা সবাই জানে। আমরা একটি ইতিবাচক পরিবর্তনের রাজনীতির কথা বলি। রাজনৈতিক নেতাদের উদ্দেশে নুর বলেন, “আপনাদের স্বভাব যদি আওয়ামী লীগের মতো হয়, তাহলে মনে রাখবেন—ভোট এখনও বাকি আছে। জনগণ ভোটের মাধ্যমে তার জবাব দেবে।

ভারতের উদ্দেশেও হুঁশিয়ারি উচ্চারণ করে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, বাংলাদেশ দখল করা সহজ নয়। আপনাদের একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান রয়েছে। চীন-পাকিস্তান সামলাতেই আপনাদের কষ্ট হয়। বাংলাদেশের সঙ্গে লাগতে আসবেন না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই।

এ সময় সমাবেশে গণঅধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি, মাহাফুজার রহমানের সভাপতিত্ব এতে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের সাংগঠরাখেনম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মুন্নাফ, গণসংহতি আন্দোলনের পঞ্চগড়ের আহ্বায়ক সাজেদার রহমান সাজু, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি সহ আরো অনেকে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর