26 C
Dhaka
Thursday, October 2, 2025

কাউখালীতে মহেন্দ্র পিকআপ-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২

আরও পড়ুন

মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙমাটি:::

চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের কাউখালীর বেতবুনিয়া রাবার বাগান এলাকায় মহেন্দ্র পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বেতবুনিয়ার চৌধুরীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটিগামী সিএনজি (নং- চট্টগ্রাম মেট্রো থ ১১-৯১৭৩) ও চট্টগ্রামগামী মহেন্দ্র পিকআপ (নং- চট্টগ্রাম মেট্রো ন ১১-৬৪৯২) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অবস্থায় রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন —

তোরাব আলী, পিতা সোহরাব হোসেন, চৌধুরীপাড়া, রাউজান।

নূর নাহার, পিতা আব্দুর রহিম, মনাইরটেক, কাউখালী।

মাহমুদুর রহমান, হাটহাজারী সাত্তার ঘাট এলাকার বাসিন্দা।

খবর পেয়ে সেনাবাহিনী, কাউখালী থানা, বেতবুনিয়া পুলিশ ফাঁড়ি এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর