26 C
Dhaka
Thursday, October 2, 2025

দূর্নীতি,অনিয়ম ও অবহেলার কারণে বছর ঘুরতেই বিধ্বস্ত পার্ক

আরও পড়ুন

সানাউল্লাহ রেজা শাদ:::

প্রথম দেখায় মনে হতে পারে বিধ্বস্ত কোনো নগরীর ধ্বংসাবশেষে খেলা করছে শিশুরা। নির্মাণের এক বছরের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বরগুনার গোলবুনিয়া পার্ক।

পায়রার নৈসর্গিক সৌন্দর্য দেখতে প্রতিদিনই এখানে ভিড় করেন ভ্রমণ পিপাসুরা। তবে, পার্কের এই দশার কারণে ভুগতে হয় তাদের। সুব্যবস্থা না থাকায় অনেকেরই বসতে হয় মাটিতে।

অপরিকল্পিত ও অনিয়মের কারণে এমন অবস্থা বলে অভিযোগ করছেন স্থানীয়রা। তবে, ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই পার্ক প্রাকৃতিক দুর্যোগের শিকার বলে দাবি কর্তৃপক্ষের।

২০২২-২৩ অর্থবছরে ৩০ লাখ টাকা ব্যয়ে এই পার্কটি নির্মাণ করে জেলা পরিষদ। কিন্তু, কোনো নিয়মের তোয়াক্কা না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান মানহীন কাজ করেছে বলে অভিযোগ স্থানীয়দের।

তৎকালীন জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরের নির্দেশনায় কাজটির তদারকি করেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী। তার দাবি অনিয়ম নয়; প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে গোলবুনিয়া পার্ক।

এমন অবস্থায় জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়ার পাশাপাশি জেলার পর্যটন ঘিরে নানা উদ্যোগের কথা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর