26 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে বড়াইগ্রামে ছেলের মৃত্যুর শোকে ১২ ঘন্টার ব্যবধানে বাবার মৃত্যু

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ছেলের মৃত্যুর শোকে ১২ ঘন্টার ব্যবধানে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন বাবা। নিহত বাবা ও ছেলের নাম মন্টু ডি কস্তা (৭৮) ওবিকাশ ডি কস্তা (৪০)।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার জোয়াড়ি ভবানীপুর খ্রিস্টান পল্লীর নিজ বাড়ির শয়নকক্ষে মন্টু মৃত্যুবরণ করেন। এ সময় ছেলে বিকাশের লাশ বারান্দায় শায়িত ছিলো। এর আগে সকাল ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিকাশ। সে গত মঙ্গলবার বিকেলে বাড়ি ফেরার পথে উপজেলার বনপাড়া পৌরশহরের হারোয়া এলাকায় মোটরসাইকেল
দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়।

আজ শুক্রবার সকাল ১১টায় বাবা-ছেলের মৃতদেহ
ভবানীপুর খ্রিস্টান ধর্মপল্লীর কবরাস্থানে পাশাপাশি সমাহিত করা হয়। এ ঘটনায় পরিবারে শোকের মাতম বইছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভবানীপুর খ্রিস্টান ধর্মপল্লীর ভাইস চেয়ারম্যান সুবীর গ্রেগরী জানান, ছেলের মৃত্যুর পর বাবাও এভাবে চলে যাবে কেউ কখনও ভাবে নাই। এ ধরণের ঘটনা এই এলাকায় এই প্রথম ঘটলো।ঘটনাটি খুবই দুঃখজনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর