আল আমিন, নাটোর প্রতিনিধি :::
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘নাটোর ছিলো সন্ত্রাসীর জনপদ, নাটোরের মানুষ বসবাস করতে পারে নাই, কোন ব্যবসায়ী এখানে ইনভেস্ট করতে আসতে পারে নাই।
তিনি গতকাল বুধবার সন্ধ্যায় শহরের কানাইখালী এলাকায় নাটোর শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নাটোর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাষ্টিট এর আয়োজনে মেলায় চেম্বার সভাপতি আব্দুল মান্নাফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আমজাদ হোসেনসহ চেম্বার অব কর্মাসের সদস্যরা।
দুলু আরো বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগ নাটোরের মানুষকে জিম্মি করে রেখে ছিলো। আমরা নাটোরের মানুষকে সঙ্গে নিয়ে শান্তি স্থাপিত করেছি। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে শান্তিতে ঘুমাতে দিতে পারে নাই,ব্যর্থ হয়ে গেছে। তার জন্যই আজকে তাদের এই পরিনতি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আতশবাজী করে মেলার স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ।
মাসব্যাপি মেলাটিতে ৫০টি স্টল অংশ নিয়েছি। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন খেলার সামগ্রী রয়েছে।