25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে নকল বই ছাপানোর কারখানায় অভিযান- কারখানা সিলগালা

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

নাটোরের সিংড়ায় বই ছাপানোর কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বই জব্দ করেছে ভ্রাম্যামান আদালত। এ সময় সিলগালা করে দেওয়া হয় কারখানাটি।

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র তথ্যের ভিত্তিতে আজ বুধবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নলবাতা এলাকায় ওই কারখানায় অভিযান চালায় যৌথবাহিনী।

বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম রাব্বানী সরদার।

জব্দকৃত জেনারেল ও মাদ্রাসা বোর্ডের বইগুলো সংরক্ষনের প্রক্রিয়া চলমান রয়েছে।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম রাব্বানী সরদার জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে উপজেলার নলবাতা এলাকায় ক্ষণিকালয় নামের একটি বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনীর একটি দল। অভিযানে নকল বই তৈরীর কারখানার সন্ধান পাওয়া যায়। সেখানে বিপুল পরিমাণ নকল বই মজুদ করা ছিল। পরে নকল বইগুলো জব্দ ও কারখানাটি সিলগালা করে দেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার (ভমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট গোলাম রাব্বানী সরদার। তবে অভিযানকালে প্রেস কারখানার মালিক আব্দুল হালিমকে সেখানে পাওয়া যায়নি। কারখানার বৈধ্য কাগজপত্র দেখাতে না পারলে কারখানা মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর