25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

সহজ হলো ও লেভেল এ লেভেল পরীক্ষার ফি পাঠানো

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

আয়োজিত ও লেভেল, এ লেভেলসহ বিভিন্ন আন্তর্জাতিক পরীক্ষার ফি এখন থেকে দেশে অনুমোদিত পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে সহজেই বিদেশে পাঠানো যাবে। এই প্রক্রিয়ায় আর বাংলাদেশ ব্যাংকের আলাদা কোনও অনুমোদন নিতে হবে না।

সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, ও লেভেল, এ লেভেল, টোফেল, এসএটি প্রভৃতি স্বীকৃত আন্তর্জাতিক পরীক্ষার জন্য বাংলাদেশে অনুমোদিত কেন্দ্রগুলো সরাসরি পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে বৈধ ব্যাংকিং চ্যানেলে বিদেশে রেমিট্যান্স পাঠাতে পারবে।

তবে এই সুবিধা নিতে হলে পরীক্ষা কেন্দ্রগুলোকে অবশ্যই সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার অনুমোদিত হতে হবে। পাশাপাশি রেমিট্যান্স প্রক্রিয়ার আগে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ব্যাংকগুলোকে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা সংগ্রহ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্র জানায়, এ উদ্যোগের ফলে বিদেশে শিক্ষা-সংক্রান্ত লেনদেন আরও স্বচ্ছ ও সহজ হবে। আগে এ ধরনের রেমিট্যান্সের জন্য ব্যাংকগুলোর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হতো, যার ফলে অনেক সময় পরীক্ষার ফি সময়মতো পাঠাতে জটিলতা সৃষ্টি হতো।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, ‘রেমিট্যান্স লেনদেনের প্রক্রিয়া সহজীকরণ ও আধুনিকীকরণের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে।’

এই নীতিগত সংস্কার শিক্ষা ব্যয় পরিশোধে একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এতে করে আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর