মোস্তফা কামাল মজুমদার:
লালমাই উপজেলায় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পূর্ব অশ্বত্থতলা গ্রামের একটি বাড়িতে কিছুসংখ্যক লোক মাদক ব্যবসা করে ও মাদক সেবন করে। এই তথ্যের উপর ভিত্তি করে শনিবার (১৯ এপ্রিল) ১২ঃ১৫ টায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।মোঃ সুজন,মোঃ নুর নবী,মোঃ আলামিন,মোঃ মানিক নামের চারজন ব্যক্তিকে আটক করা হয়েছে।বাড়ি তল্লাশি করে ২১৩ পিস ইয়াবা,৭ টি অ্যান্ড্রয়েড মোবাইল,৫ টি বাটন মোবাইল,১ টি বিদেশি মদের বোতল,নগদ ৪০,০০০ টাকা,কিছু ইয়াবা সেবনের সামগ্রী পাওয়া যায় এবং জব্দ করা হয়েছে।আটককৃত চারজন ব্যক্তি এবং জব্দকৃত মালামাল পরবর্তীতে রাত ৩ টায় লালমাই থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।