26 C
Dhaka
Thursday, October 2, 2025

খাগড়াছড়িতে ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন

আরও পড়ুন

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি:::

হত্যা নৈরাজ্য করে নতুন স্বৈরাচারের পরিচয় দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মন্তব্য করে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন বলেছেন,তারা নতুন করে নেতৃত্বের স্বপ্নে বিভোর।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্বৈরাচারের পেতাত্মার রূপে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দেশে মুব সৃষ্টি করছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, নির্বাচন না দিয়ে ক্ষমতা আখড়ে ধরে রাখার কোন ধরনের দুঃস্বপ্ন দেশের মাটিতে বাস্তবায়ন হবেনা।

একই সময় ছাত্রনেতারা, জুলাই আন্দোলনের অকুতভয় যোদ্ধা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধন থেকে।

খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার আহবায়ক আশিকুর রহমান আল-আমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন।

এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহিদুল আলম জাহিদ। এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বাপ্পী মজুমদার,সহ-সভাপতি উজ্জ্বল কান্তি দে,বাচ্চু আহম্মেদ,যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিক,সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর