26 C
Dhaka
Thursday, October 2, 2025

চবির ৫ শিক্ষার্থীসহ ছয়জনকে উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চলছে

আরও পড়ুন

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি::

খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ শিক্ষার্থীসহ ছয়জনকে উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চলছে। এ অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৮ এপ্রিল) ভোর থেকে খাগড়াছড়ির জেলা শহরের পানখাইয়া পাড়ার মধুপুর ও নোয়াপড়া এলাকায় দুপুর সোয়া একটা পর্যন্ত প্রায় ৭ ঘন্টা ব্লক রেইড অভিযান চালিয়েছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। এদিকে অপহৃতরা তিন দিনেও উদ্ধার না হওয়ায় উদ্বেগ-উৎকন্ঠা বাড়ছে পরিবারে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল জানান, অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে শুক্রবার সকাল থেকে জেলা শহরের পানখাইয়ার মধুপুর ও নোয়াপাড়া এলাকায় টানা প্রায় ৭ ঘন্টা যৌথ অভিযান চালানো হয়েছে, সফলতা আসেনি। তবে আমরা আশাবাদী। সে সাথে বিভিন্ন সড়কে নিরাপত্ত জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান বলেন, আমাদের এখন মিশন ও ভিশন হচ্ছে, অপহৃত চবির ৫ শিক্ষার্থীকে উদ্ধার করা। তিনি বলেন, পাহাড়ে যারা চাঁদাবাজিসহ নানা অরাজকতা করছে, তাদের নির্মূল না করা পর্যন্ত সেনাবাহিনীর অভিযান চলবে।

উল্লেখ্য, বৈসাবি উৎসব শেষে ফেরার পথে গত বুধবার (১৬ এপ্রিল) সকালে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের গিরিফুল এলাকা থেকে সন্তু লারমা সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য চবি শাখার রিশান চাকমাসহ ৫ শিক্ষার্থীসহ ছয়জনকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। রিশান চাকমা চবি’র আন্তজাতিক সর্ম্পক বিভাগের শিক্ষার্থী। অপর অপহৃতরা হচ্ছে, চবির চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণীবিদ্যা বিভাগের লংঙি ম্রো ও চারুকলা বিভিগের অলড্রিন ত্রিপুরা। এরা প্রত্যেককে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-৩৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অন্যদিকে অপহৃত চবির নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমার মা ভারতী চাকমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সন্তানকে ফেরত চেয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছে। ভারতী চাকমা লিখেছেন- “প্লিজ কারো মায়ের বুক খালি না করে দোষ থাকলে, উপযুক্ত শাস্তি দিন তবুও সন্তান হারানোর বেদনা যেন কারো বুকে না লাগে। আমি হাত জোর করছি, ফিরিয়ে দিন আমাদের সন্তানদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর