26 C
Dhaka
Thursday, October 2, 2025

কোচিং সেন্টারে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিক্ষক, জনতার গণপিটুনি

আরও পড়ুন

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:::

পঞ্চগড়ে নিজের কোচিং সেন্টারে এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে শিক্ষক মোস্তাফিজুর রহমানকে গণপিটুনি দিয়েছে জনতা। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে পঞ্চগড়ে এই ঘটনা ঘটে । মোস্তাফিজুর রহমান পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক বলে জানা গেছে । একই সঙ্গে তার নিজস্ব একটি কোচিং সেন্টার রয়েছে।

স্থানীয়রা জানান, শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রীদের শ্লীলতাহানি, আপত্তিকর মেসেজ বিনিময়সহ নানা অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে । এর আগেও জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছে ছাত্রীরা। তারপরও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

বুধবার দুপুরে তার প্রাইভেট সেন্টারে সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তাকে আপত্তিকর অবস্থায় দেখে আটক করে স্থানীয়রা। একপর্যায়ে তাকে গণপিটুনি দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে যাওয়া হয় । সেখানে তাকে আবারও গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী আসিফ আহমদ বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। আজ তাকে আটক করার আগে প্রমাণের জন্য আমরা ভিডিও করি। পরে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।

মজাহারুল ইসলাম সেলিম বলেন, জিজ্ঞাসাবাদে মেয়েটি জানিয়েছে তাকে ইমোশনালি ব্লাকমেইল করেছেন ওই শিক্ষক। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী বলেন, এর আগে এক ছাত্রীকে ভিডিও পাঠানোর অভিযোগ উঠেছিল। পরে তাকে প্রশাসন থেকে সতর্ক করে দেওয়া হয়।

আজকে বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে। বিষয়টি এখন আইনগতভাবে নিষ্পত্তি হবে।সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচএসএম সোহরাওয়ার্দী বলেন, প্রাইভেট কোচিং সেন্টারে স্কুলছাত্রীর সঙ্গে মোস্তাফিজুর রহমানকে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা আটক করে আমাদের দিয়েছেন। আমরা তার মোবাইল পর্ন ভিডিও পেয়েছি।

প্রত্যক্ষদর্শীরাও কিছু ভিডিও সংগ্রহ করে আমাদের দিয়েছে। আমরা ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবারের সঙ্গে কথা বলছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর