25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরের বাগাতিপাড়ায় মীমাংসার পরেও জোরপূর্বক জমি দখলের অভিযোগ

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

নাটোরের বাগাতিপাড়ায় মীমাংসার পরেও হত্যার হুমকি দিয়ে মাহাবুর ইসলাম নামের এক কৃষকের ত্রিশ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ নিয়ে গত রবিবার সকালে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মাহাবুর ইসলাম।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাঁকা ইউনিয়নের মালিগাছা গ্রামের ৩৬৪নং দাগের ত্রিশ শতাংশ জমির মালিক (পৈত্রিক সূত্রে) মাহাবুর ইসলাম। একই দাগের মোট ৯৩ শতাংশ জমির মধ্যে আরোও দুইজন মালিক রয়েছে। তবে ওই জমির কোনদিকের অংশ কোন মালিক পাবে দলিলে তা উল্লেখ করা নেই। এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে গত ৩বছর আগে স্থানীয় ভাবে বৈঠকের মাধ্যমে তিন মালিককেই রাস্তাসহ জমি ভাগ করে দেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সে অনুযায়ী সবাই জমি ভোগ করা শুরু করলে গত শনিবার সকালে জমির ওপর দুই মালিক ওই এলাকার আব্দুর রাজ্জাক ও উম্মত আলীর নেতৃত্বে জোরপূর্বক জমি দখল নেয় এবং যন্ত্রের মাধ্যমে জমিতে চাষ দিয়ে দেয়।

কৃষক মাহাবুর ইসলাম জানান, বিবাদীরা প্রভাব খাটিয়ে তার ত্রিশ শতাংশ জমি দখল নিয়েছে। জমিতে গেলে তার ওপরে হামলা করে তাকে হত্যা করবে বলে প্রায়ই হুমকি পাচ্ছেন তিনি।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে অন রেকর্ডে বক্তব্য দিতে রাজি হয়নি প্রধান অভিযুক্ত আব্দুর রাজ্জাক এবং উম্মত আলী। তবে অফ রেকর্ডে উম্মত আলী বলেন, স্থানীয় মীমাংসা আমরা মানি না, আদালতে মামলা করে জমি দখল নিয়েছি। আদালত যা রায় দিবেন তা মেনে নিব।

এ বিষয়ে বাগাতিপাড়া বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মাহাবুর ইসলামের অভিযোগ পেয়ে একজন এসআইকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর