25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ পাইনি, আমরা সন্তুষ্ট নই

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক:::

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বুধবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। শেষ হয়েছে দুপুর পৌনে ২টায়।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দেননি। তবে আমার ডিসেম্বরেই নির্বাচন চাই। এ আলোচনা আমাদের কাছে সন্তোষজনক হয়নি।’

তিনি বলেন, ‘ডিসেম্বরের মধ্যে যদি দেশে নির্বাচন না হয়, তবে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি বিরাজ করছে তা আরও খারাপের দিকে যাবে। তখন এটি নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে।’

নির্বাচনের বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সমামনা দলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাব।’

প্রতিনিধি দলটিতে ছিলেন—দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও ইকবাল মাহমুদ টুকু।

এর আগে, নির্বাচনকে ঘিরে চলমান অনিশ্চয়তা নিরসন ও ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করতেই ড. ইউনুসের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার বিকল্প নেই। এ বিষয়ে আলোচনার পরই বিএনপি পরবর্তী সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও বিএনপির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর