আল আমিন, নাটোর প্রতিনিধি :::
নাটোরের সিংড়ার প্রেমিকের সাথে পালিয়েছেন স্ত্রী। সেই আঘাত সহ্য করতে না পেরে মানসিক অবসাদে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন স্বামী নাঈম হোসেন (২০) নামে এক যুবক।
গতকাল শনিবার সকাল ১১টার দিকে ওই যুবক তার নিজ শয়ন কক্ষে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে তার আত্মীয়-স্বজন চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
নিহত নাঈম উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাঁড়াবাড়ি গ্রামে আবু বক্কার বাবুলের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক বছর আগে বিয়াশ গ্রামের নজরুল ইসলাম মেয়ে মোছাঃ সাদিয়ার সাথে গাঁড়াবাড়ি গ্রামের বাবুল হোসেনের ছেলে নাঈমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়, গতকাল বারুহাসের মেলার রাতে গৃহবধূ সাদিয়া (১৮) ও একই গ্রামের আঃ রহমানের ছেলে সেলিম( ২০) এর হাত ধরে পালিয়ে যায়, পরে স্বামী নাঈম এই খবর জানতে পারলে মনের দুঃখে গ্যাস ট্যাবলেট খায়।
পরিবার সূত্রে জানা যায়, গত এক দিন আগে নাঈমের স্ত্রী সাদিয়া পরকীয়া সম্পর্কে অন্য ছেলের সাথে চলে যাওয়ায় মনের দুঃখে গ্যাসট্যাবলেট খেয়ে আত্নহত্যা করেছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলেটি সকালে গ্যাস ট্যাবলেট খেয়েছে এমন একটি খবর পেয়েছিলাম চিকিৎসার জন্য তাকে বগুড়ায় নিয়ে যায় পরবর্তীতে সেখানে তার মৃত্যু হয় লাশ এখনো মেডিকেলে রয়েছে।