বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি :::
No journalists, no Photography কিংবা journalists not allowed এ রকম বিভিন্ন ধরনের বাঁধা নিষেধ মূলক শ্লোগানের মধ্যে দিয়ে খাগড়াছড়িতে আজ শুরু হয়েছে চাকমা সম্প্রদায়ের ফুলবিঝু উৎসব।
সকালে সাংবাদিকরা পাহাড়ের প্রধান উৎসব বৈসাবি’র ফুল বিঝু’র নিউজ কভারেজের জন্য খাগড়াছড়ি জেলা সদরের খবং পুড়িয়া চাকমা অধুষিত এলাকায় চেঙ্গী নদীর পাড়ে গেলে এরকম বেশ কয়েকটি লাল কাপড়ের ব্যানার দেখতে পায়।
এসব বাঁধার পরও সাংবাদিকরা ফুলবিঝুর সংবাদ সংগ্রহ করতে চাইলে একশ্রেণির উশৃংখল পাহাড়ি যুবকরা অকথ্য ভাষায় সাংবাদিকদের গালাগালি করে হুমকি দেয়।