26 C
Dhaka
Thursday, October 2, 2025

চন্দনাইশে কলেজ শিক্ষার্থী আরজুকে ধর্ষণ ও হত্যাকারী নাজিম কক্সবাজার রামু থেকে গ্রেপ্তার

আরও পড়ুন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক::

ন্দনাইশের চাঞ্চল্যকর কলেজ শিক্ষার্থী তামান্না নাহিদ ইয়া প্রকাশ আরজু আকতার (১৯) কে ধর্ষণ করে হত্যাকারী নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের কাদমার পাড়া থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি পুলিশ

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোঃ রাসেল ,আজ শুক্রবার তাকে থানায় হস্তান্তর করে জেল হাজতে প্রেরণ করা হবে

উল্লেখ্য, (৯ এপ্রিল) বুধবার রাতে চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়ার নয়াপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসা পটিয়া সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী মোসাম্মৎ তামান্না হামিদ ইয়া প্রকাশ আরজু আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লম্পট নাজিম উদ্দীন। ঘাতক কে গ্রেফতার করায় পরিবারে কিছুটা স্বস্তি ফিরে পায়, তারা অনতিবিলম্বে তাঁর ফাঁসি দাবি করেন।

সম্পর্কে দুজন মামা ভাগ্নি । ঘটনাটি দেখে ফেলায় আরজুর বৃদ্ধ নানা-নানিকেও ছুরিকাঘাত ও জবাই করে হত্যার চেষ্ট করে পালিয়ে যায়। আহতরা হলো নানা-নানি হলেন আব্দুল হাকিম (৭০) ও ফরিদা বেগম (৬০)। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় নিহতের পিতা আনোয়ার হোসেন বাদি হয়ে একমাত্র নাজিম উদ্দীনকে আসামী করে চন্দনাইশ থানায় একটি হত্যা ও ধর্ষন মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর