26 C
Dhaka
Thursday, October 2, 2025

ফিলিস্তিনে ইসরাইলী গনহত্যার বিরুদ্ধে পঞ্চগড়ে আইনজীবী দের বিক্ষোভ মিছিল

আরও পড়ুন

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:::

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার বিরুদ্ধে পঞ্চগড়ে আইনজীবীদের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার ( ১০ এপ্রিল ) দুপুরে পঞ্চগড় আদালত চত্বর থেকে জেলা আইনজীবী সমিতির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের চৌড়ঙ্গী মোড়ের শের-ই বাংলা পার্কের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয়।

এতে বক্তব্য রাখেন- আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি, গভর্নমেন্ট প্লিডার (জিপি) আব্দুল বারী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাড. আকবর হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, ‘শুধু ফিলিস্তিন নয় বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের ওপর হামলা হচ্ছে। ভারতে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর হচ্ছে। ফিলিস্তিনে আল আকসা মসজিদ ভাঙা হয়েছে। আমরা বলতে চাই, আমাদের কুরআন; আমাদের ইসলাম আমাদেরকে মানুষ হত্যা করতে শেখায়নি। আজকে বিশ্বের ২০০ কোটি মুসলমান জাগ্রত হলে ইহুদিরা পালানোর জায়গা পাবে না। ফিলিস্তিনিদের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হচ্ছে, তা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় সারা বিশ্বের সব মুসলমান ফিলিস্তিনিতে পরিণত হবে।’

তারা আরও বলেন, ‘কোনো অত্যাচারী পৃথিবীর বুকে টিকে থাকতে পারেনি, ইসরায়েলি পণ্য বিক্রি না করবার অনুরোধ করেন বক্তারা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইয়াসিনুল হক দুলাল, আনোয়ারা বেগম, সহকারী পাবলিক প্রসিকিউটর মেহেদী হাসান মিলন, আব্দুল্লাহ আল মামুন, হাফিজুর রহমান মুরাদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর