সানাউল্লাহ রেজা শাদ::
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারে বরগুনার আমতলী উপজেলা শাখা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.জহিরুল ইসলাম মামুনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্যসচিব মো. তুহিন মৃধার সঞ্চালনায় কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন, বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এজেড এম সালেহ ফারুক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহিন।
এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বরগুনা জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, জুলুমবাজ শেখ হাসিনা সরকারকে ছাত্র-জনতা ও সকল বিরোধী দল মিলে উৎখাত করেছে। সুতরাং তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।
তিনি আরো বলেন,বিএনপির যে সকল নেতাকর্মী অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে, তাদের দলের পদ-পদবি দেওয়া হবে।
কর্মীসভায় উপজেলার সকল ইউনিয়নের ওয়ার্ড শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারা উপস্থিত ছিলেন ।