25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

নবীগঞ্জে সাবেক শিবির নেতা কাজী আবিদ আলী গ্রেপ্তার

আরও পড়ুন

হবিগঞ্জ প্রতিনিধি:::

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন রসুলগঞ্জ বাজার আঞ্চলিক কমিটির সভাপতি ও বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির নবীগঞ্জ ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি কাজী আবিদ আলী কে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (৮এপ্রিল) নবীগঞ্জ সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজার তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান মা ক্রোকারিজ এন্ড ভেরাইটিজ ষ্টোর থেকে দুপুর ১২ টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ঢাকা সিলেট মহাসড়কে ১১ নং গজনাইপুর ইউনিয়নের জামেয়া ফুরকানিয়া দারুলউলুম মাদ্রাসার উত্তর পাশে গত ১৭ ফেব্রুয়ারি ২৫ সালের অজ্ঞাত রেজিষ্ট্রেশন বিহীন প্রাইভেটকার পুড়ানো মামলায় থাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, প্রকৃত পক্ষে কাজী আবিদ আলী কে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। এই মামলার যা কে আসামি করা হয়েছে, সে একজন ব্যবসায়ী এবং ৭ নং বড়ইউড়ি ইউনিয়নের রেজিস্ট্রার ভুক্ত সরকারি কাজী। এবং বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের একজন সাবেক দায়িত্বশীল নেতা, এলাকাবাসী আরো বলেন, থাকে কিছু স্বার্থন্বেষী লোক হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ক্ষতি সাধনের লক্ষ্য মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে।

এব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কামাল হোসেন গ্রেপ্তার বিষয় টি নিশ্চিত করা জানান,১৫ ফেব্রুয়ারি একটি প্রাইভেটকার পুড়ানো মামলায় থাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর