26 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন, নারী-শিশুদের হত্যাকাণ্ড এবং মানবতার বিরুদ্ধে চলমান অপরাধের প্রতিবাদে নাটোরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় নাটোর স্বার্থ রক্ষা কমিটির উদ্যোগে নাটোর প্রেসক্লাবের সামনে এই প্রতীকী কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ইসরায়েলি পতাকা ও নেতানিয়াহুর কুশপুত্তলিকা আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়।

এসময় বক্তারা বলেন, আজকের কর্মসূচি গাজার মজলুম মানুষের প্রতি আমাদের সংহতির প্রতীক। বাংলাদেশের প্রতিটি জনপদ থেকে আমরা এই বার্তাই দিতে চাই গণহত্যার বিরুদ্ধে আমরা একতাবদ্ধ।

নাটোর স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ বলেন, ইসরায়েল গাজায় যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তা মানবতা ও সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ। নিরস্ত্র শিশু, নারী ও নিরীহ মানুষের উপর বর্বর হামলা চালিয়ে তারা যে নৃশংসতা চালাচ্ছে, তা জাতিগত নির্মূল অভিযান ছাড়া আর কিছু নয়। এসময় উপস্থিত ছিলেন নাটোর স্বার্থ রক্ষা কমিটির রাহীক খান চৌধুরী, সানি উল ইসলাম, ইফতেখার শাওন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর