উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি::::
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার বিরুদ্ধে পঞ্চগড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
হাজারো বিক্ষোভকারী পঞ্চগড়ে রাস্তায় নেমে এই বিক্ষোভ দেখান। গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতি জাতিসংঘের বিরুদ্ধেও বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেন। বিগত কয়েক মাসের মধ্যে পঞ্চগড়ে সবচেয়ে বড় বিক্ষোভগুলোর মধ্যে এটি একটি । এদিন পঞ্চগড় শেরেবাংলা পার্কে বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের ঢল নামে। ফিলিস্তিনি মুসলিমদের উপরে ইসরাইলী দখলদার বাহিনীর নৃশংস গনহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী হরতালের কর্মসূচির সাথে সংহতি জানিয়ে পঞ্চগড়ের সাধারণ জনগণ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা হরতাল ও বিক্ষোভ সমাবেশে করেন । সোমবার ( ৭ মার্চ ) বিকেলে পঞ্চগড় শেরে বাংলা পার্কে হরতাল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামি আন্দোলন বাংলাদেশ , সম্মিলিত খতমে নবুওয়দ সংরক্ষণ পরিষদ পঞ্চগড়, গণ অধিকার পরিষদ পঞ্চগড়, যুব সমাজ, ছাত্র জনতা এছাড়াও সর্বস্তরের সাধারণ জনতা এ বিক্ষোভ মিছিলে অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি পঞ্চগড় শেরে বাংলা পার্কে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে একই জায়গায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় সমাবেশে বক্তারা বলেন, মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন আলআকসা মসজিদ আজ ভয়াবহ আগ্রাসনের শিকার।
ইসলামের প্রথম কিবলা, ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হস্তক্ষেপ দাবি করেন তারা। এসময় বক্তারা আরও বলেন,যেখানে শিশু ও নারীদের রক্তে রঞ্জিত হচ্ছে মাটি, সেখানে চুপ থাকা মানেই অপরাধে অংশ নেওয়া। তাই আমাদের প্রতিবাদ চলবে, যতদিন না নির্যাতন থামে। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী, সুশীল সমাজ, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। এসময় নানান স্লোগানে মুখর ছিল পুরো শহর। সমাবেশ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং ফিলিস্তিনে শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।