25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

ঋণ কর্মসূচি পর্যালোচনায় আজ ঢাকা আসছে আইএমএফ প্রতিনিধি দল

আরও পড়ুন

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির জন্য সরকারের সংস্কার অগ্রগতি পর্যালোচনা করতে সংস্থাটির প্রতিনিধি দল ঢাকায় আসছে।আজ শনিবার প্রতিনিধি দলটি ঢাকায় আসবে।

অর্থ বিভাগের কর্মকর্তারা  জানিয়েছেন, আইএমএফ প্রতিনিধি দলটি ঋণ শর্তের অধীনে বিভিন্ন কাঠামোগত সংস্কার পর্যালোচনায় আগামীকাল থেকে দুই সপ্তাহ ঢাকায় সরকারের মূল সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।

আগামীকাল সকালে প্রতিনিধি দলটি অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবে বলে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

আইএমএফ কর্মকর্তারা অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।

আগামী ১৭ এপ্রিল আইএমএফ দল ও অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের মধ্যে বৈঠকের পর সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে প্রতিনিধি দলটির সফর শেষ হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর