সানাউল্লাহ রেজা শাদ:::
বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে কলেজ প্রাঙ্গণে কলেজ ছাত্রদলের প্রথমবারের মতো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ।
এই আয়োজনে কলেজ ছাত্র দলের সাবেক – বর্তমান নেতা-কর্মীরা স্মৃতিচারণ করেন।
এই সময় সাবেক কলেজ ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা বলেন ,নতুনদের বরগুনা ছাত্রদলের ইতিহাস জানতে হবে । অনেক ত্যাগ স্বীকার করে আজকে ছাত্রদল এখানে এসে পৌঁছিয়েছে । এই ধারা অব্যাহত রাখতে নতুনদের আরো উদ্যমী ভাবে কাজ করতে হবে এই সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরাই আজকে জেলা বিএনপি নেতৃত্ব দিচ্ছেন। এই আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকলে নতুন পুরাতন দের এক মিলন মেলা হবে প্রতিবার। এধরনের অনুষ্ঠান যেমন আমাদের পুরানো দিনের কথা মনে করিয়ে দেয় তেমনি দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক একটি নতুন দেশ গড়ার প্রত্যয় কাজ করতে নতুন ভাবে উদ্বুদ্ধ হই আমরা । ছাত্রদল তারুণ্যের, ছাত্রদল মেধাবীদের ছাত্র সংগঠন।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ গোলাম রাসেল খোকন বলেন, আমরা একদিন দীর্ঘ পথ পাড়ি দিয়েছি। আজ বরগুনা সরকারি কলেজ ছাত্রদল এই পুনর্মিলনী আয়োজন করেছে এতে করে সাবেক দের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হবে নতুনদের সাথে। আমারা শুরু করেছি আশা করি কলেজে পরবর্তীতে যারা নেতৃত্বে আসবে তারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে ।
জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম রনি জানান, আজকে অনেক বছর পরে নতুন পুরাতন দের এক মিলন মেলায় পরিণত হয়েছে বরগুনা সরকারি কলেজ প্রাঙ্গণ। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা রাখছি । এরকম আয়োজন মেধাবী ও পরিশ্রমীদের ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হতে উদ্বুদ্ধ করবে ।
বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।