26 C
Dhaka
Thursday, October 2, 2025

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় চোরাকারবারী নিহত

আরও পড়ুন

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে এক ভারতীয় চোরাকারবারী নিহত হয়েছেন।

জানা গেছে ,বৃহস্পতিবার ৩ এপ্রিল ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী গোরক মন্ডল ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে ভারতীয় ভূখণ্ডে এ
ঘটনাটি ঘটে। নিহত জাহানুর আলম (২৪) ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার বাসিন্দা।

সীমান্তবাসীদের তথ্য অনুযায়ী, ভোরে একদল ভারতীয় চোরাকারবারী চোরাই মাল নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ ছয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে জাহানুর বুলেটের আঘাতে পড়ে গিয়ে প্রাণ হারান, বাকিরা পালিয়ে যায়। গোলাগুলির শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গোরকমন্ডল বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তে টহল জোরদার করে এবং বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানায়। সকাল সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি ও বিএসএফের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকের পর বিএসএফ নিহত ব্যক্তির মরদেহ নিয়ে যায়। বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফের দাবি, ভোরে একদল ভারতীয় নাগরিক তাদের টহল পোস্টে হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি ছোড়া হয়। বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বলে উল্লেখ করলেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে পরিস্থিতি সীমান্ত এলাকায় পর্যবেক্ষণ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর