26 C
Dhaka
Thursday, October 2, 2025

রাজিবপুরে অপহরণ চেষ্টার মামলায় সমন্বয়ক মেহেদী হাসান গ্রেপ্তার

আরও পড়ুন

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলমের ছেলে শিহাব উদ্দিন এবং ছেলের বউকে পথরোধ, শ্লীলতাহানি, অপরহরণ চেষ্টার মামলায় মেহেদী হাসান (২২) নামের এক ছাত্র সমন্বয়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ এপ্রিল) দুপুর ২টার দিকে রাজিবপুর বাজারের বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই দিন সকালে চর রাজিবপুর থানায় মামলাটি করেন আব্দুল লতিফ বিশ্বাস।

এ তথ্য নিশ্চিত করেছেন চর রাজিবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুজ্জামান।

গ্রেপ্তার মেহেদী হাসান উপজেলার মরিচাকান্দী এলাকার মিস্টার আলীর ছেলে। তিনি চর রাজিবপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক।

জানা গেছে, চর রাজিবপুর উপজেলার ভুঁইয়াপাড়া-কাচারীপাড়া এলাকার শ্বশুর আব্দুল লতিফ বিশ্বাসের বাড়িতে ঈদের দিন স্ত্রীসহ দাওয়াত খেতে যায় শিহাব উদ্দিন। সেখান থেকে রাতে রৌমারী উপজেলার বকবান্দা গ্রামে শিহাবের বাড়িতে ফেরার পথে মরিচাকান্দি এলাকায় পৌঁছালে শিহাব উদ্দিন-তার স্ত্রীসহ আত্মীয়দের পথরোধ, শ্লীলতাহানি, অপহরণের চেষ্টা করে মেহেদী হাসান (২২), জাহিদুল ইসলাম (২০), নিশাত (২১) ও রঞ্জু মিয়া (২৫)।

পরে এ ঘটনায় শিহাব উদ্দিনের শশুর আব্দুল লতিফ বিশ্বাস অভিযুক্ত চারজনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় ছাত্র সমন্বয়ক মেহেদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।

এসআই আতিকুজ্জামান বলেন, গ্রেপ্তার আসামিকে বিকেলে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর