26 C
Dhaka
Thursday, October 2, 2025

ঈদের টানা ছুটি কাটাতে খাগড়াছড়িতে পর্যটক সমাগম বেড়েছে

আরও পড়ুন

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি:::

ঈদের টানা ছুটি কাটাতে খাগড়াছড়িতে পর্যটক সমাগম বেড়েছে। ঈদের প্রথম ও দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদের ছুটি কাটাতে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করছে। আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিছাং ঝরনা সবখানেই পর্যটকদের ভিড় বেড়েছে।

এ ছাড়া যাতায়াতের সুবিধার্থে খাগড়াছড়ি হয়ে প্রচুর পর্যটক সাজেক যাচ্ছে। এতে বাড়তি আয় হচ্ছে পর্যটন সংশ্লিষ্টদের বাড়তি আয় হচ্ছে। পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ পর্যটকেরা।

সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত ৬শ ফুট উঁচু এই পর্যটন কেন্দ্রে সকাল থেকে ভিড় দেখা গেছে। ঈদের লম্বা ছুটিতে খাগড়াছড়িতে বেড়াতে আসা পর্যটকদের প্রধান গন্তব্য এটি।
পর্যটন কেন্দ্রের প্রতিটি পয়েন্টে দর্শনাথীদের ভিড় দেখা গেছে। বিশেষত আলুটিলার প্রাকৃতিক সুড়ঙ্গ ঘুরে বেশি রোমাঞ্চিত হয়েছেন এখানে বেরাতে আসারা।

ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটকরা বলেন, ‘এখানকার প্রাকৃতিক সৌন্দর্য্য আমাদেরকে মুগ্ধ করেছে। পরিবার নিয়ে ঘুরতে এসেছি। খুবই ভালো লাগছে। আলুটিলা, বৌদ্ধ বিহার, মায়াবিনী লেক ঘুরেছি। কালকে সাজেক ঘুরতে যাব।’

খাগড়াছড়ির প্রধান আকর্ষণ আলুটিলা পর্যটন কেন্দ্রের ‘সকাল থেকে এখানে প্রচুর পর্যটক এসেছে। অন্তত পাঁচ হাজার পর্যটক ইতোমধ্যে ভ্রমণ করেছে। এখানে রহস্যময় সুড়ঙ্গ, নন্দন পার্ক, লাভ ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, কুঞ্জছায়াসহ একাধিক পর্যটন স্পট রয়েছে। তাই পর্যটকদের আর্কষণও বেশি

এদিকে খাগড়াছড়ি পর্যটকেদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।‘খাগড়াছড়ির প্রধান পর্যটনকেন্দ্র আলুটিলা, রিছাং ঝরনা, মায়াবিনী লেক সবখানে আমাদের পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। ঈদের টানা ছুটিতে লক্ষাধিক পর্যটক ভ্রমণ করবে আশা ব্যবসায়ীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর