উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:::
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড় জেলা কারাগারে বন্দিদের সাথে ঈদ উদযাপন করলেন জেলা প্রশাসক । ঈদের নামাজের ব্যবস্থা সহ বিশেষ খাবারের ব্যবস্থা করেছে তিনি।
ঈদের আনন্দ যেন কারাবন্দি জীবনের গণ্ডি পেরিয়ে সবার মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই এই মহতী উদ্যোগ গ্রহণ করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেদ আলী।
এ উদ্যোগে কারাগারের ১৭২ জন বন্দির মাঝে এদিন সকালের খাবারে পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরে বিরিয়ানি, মুরগির রোস্ট, গরু মাংস রাতে খিচুড়ি , খাসির মাংস, সালাদ, ও ডিম সহ নানান আয়োজন করা হয়েছে । এ ছাড়াও বন্দিদের মানসিক স্বস্তি এবং বিনোদনের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
বিশেষত, ঈদের মতো উৎসবের দিনগুলোতে বন্দিরা তাদের পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন থাকায় তাদের মানসিক অবস্থা সংকটপূর্ণ হয়ে উঠতে পারে। এই পরিস্থিতি বিবেচনায় পঞ্চগড় জেলা কারাগারের এ উদ্যোগ তাদের মধ্যে নতুন করে আনন্দ এবং উৎসাহের সঞ্চার করেছে।
এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক সহ উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেল সুপার মোঃ বজলুর রশীদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনসহ আরো অনেকেই। তারা সবাই বন্দিদের মাঝে খাবার বিতরণ করেন এবং বন্দিদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে বন্দিরা আনন্দিত হয়। ঈদে এমন খাবার পেয়ে বন্দিরা অত্যন্ত আনন্দিত হয়েছেন। তাদের চোখে-মুখে খুশির ঝিলিক এবং মানসিক প্রশান্তি স্পষ্ট ফুটে উঠেছে।
বন্দিদের এ উচ্ছ্বাসে কারাগারের কর্মকর্তা ও কর্মচারীরাও ভীষণ আনন্দিত। বন্দিদের একজন বলেন, আমরা কখনো ভাবিনি কারাগারের ভেতরে থেকেও ঈদ উদযাপন করতে পারব। ঈদে এমন খাবার পেয়ে আমরা অনেক আনন্দিত হয়েছি ।
জেলা প্রশাসক মোঃ সাবেদ আলী বলেন, এমন একটি উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বন্দিদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এই প্রয়াস তাদের জীবনে নতুন আশার আলো জ্বালাবে। জেল সুপার মোঃ বজলুর রশীদ বলেন, বন্দিদের প্রতি আমাদেরও দায়িত্ব রয়েছে। তারা মানুষ, এবং আমরা চাই তাদের মধ্যে সামাজিক মূল্যবোধ তৈরি হোক। এই উদ্যোগ তারই একটি অংশ।
কারা মহাপরিদর্শক ও কারা উপমহাপরিদর্শক মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। সুশীল সমাজ মনে করে কারা কর্তৃপক্ষের এই মহতী উদ্যোগের মাধ্যমে কারাগারের মানবিক পরিবেশ আরও উজ্জ্বল হয়েছে। এটি বন্দিদের মাঝে সামাজিক মূল্যবোধ জাগ্রত করবে এবং তাদের মানসিকভাবে প্রফুল্ল রাখবে।
এ ছাড়া এ উদ্যোগটি অন্য কারাগারগুলোর জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে। এমন উদ্যোগ শুধু বন্দিদের জন্য আনন্দের বার্তা বয়ে আনে না, বরং সমাজের প্রতি মানবিক দায়িত্ব পালনের একটি উজ্জ্বল উদাহরণ তৈরি করে। পঞ্চগড় জেলা কারাগারের এই কার্যক্রম নিঃসন্দেহে দেশের কারাব্যবস্থার উন্নয়নে একটি মাইলফলক হয়ে থাকবে।