24.5 C
Dhaka
Friday, October 3, 2025

আতশবাজির আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনে না, কারো জীবনে চলে আসে দুঃখের আঁধার, ঠিক তেমনটি ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা উত্তরপাড়া গ্রামে। ঈদের আনন্দ ভাগাভাগি করার সময় বাচ্চাদের আতশবাজির আগুন থেকে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, এতে সর্বশান্ত হয়েছে পরিবারটি।

উপজেলার বনপাড়া পৌরসভাস্থ ১ নং ওয়ার্ড মহিষ ভাঙ্গা গ্রামের মোঃ আলামীন এর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আলামিন একই এলাকার মৃত নুরু প্রামানিকের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদের দিন (৩১ মার্চ সোমবার ) সকাল পৌনে এগারোটার দিকে বাড়ির পাশেই বাচ্চারা আতশবাজি (পটকা) নিয়ে ঈদের আনন্দ করছিল, একটু অসাবধানতায় ওই আতশবাজির আগুন থেকে বাড়িতে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়লে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়, পরে বনপাড়া ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে সর্বশান্ত হয়ে গেছে পরিবারটি।

এসময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সুধীজন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার এবং বনপাড়া পৌর প্রশাসক এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, পবিত্র ঈদের দিন এই মর্মান্তিক দুর্ঘটনা সত্যিই দুঃখজনক, পরিবারের সদস্যদের পরনের পোশাক ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই, সম্পূর্ণ বাড়ি পুড়ে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বর্তমানে সরকারি কিছু সহায়তা পেলে পরিবারটি হয়তো খেয়ে পরে বাঁচবে। এছাড়াও তারা এলাকার বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর