25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

বরগুনায় সড়ক দুর্ঘটনায় তিন ভাই নিহত

আরও পড়ুন

সানাউল্লাহ রেজা শাদ:::

বরগুনার পাথরঘাটা উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হয়েছেন। তারা তিনজনই আপন ভাই।

শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ, মো. শান্ত ও মো. নাদিম।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ সকালে পাথরঘাটা থেকে ঢাকা যাচ্ছিল রাজিব পরিবহনের একটি বাস। সোনারবাংলা নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল থাকা তিন ভাই নিহত হন। পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে যাওয়ার তাদের আটক করা যায়নি। তবে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

পাথরঘাটা থানা ওসি (তদন্ত) মো. ইয়াকুব‌ হোসেন বলেন, মঠবাড়িয়া উপজেলায় মামা বাড়িতে ঈদের দাওয়াত দিয়ে পাথরঘাটা উপজেলার কেরামতপুর এলাকায় চাচার বাড়িতে যাচ্ছিল তিন ভাই। পথে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে সোনারবাংলা এলাকায় পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন ভাই নিহত হয়।

তিনি আরও বলেন, সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর