25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে ডিসির পুরোনো বাংলোর পুকরে অস্ত্র উদ্ধার করতে গিয়ে মিলল শতাধিক বস্তা সীলযুক্ত ব্যালট পেপার

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

নাটোর শহরের ডিসি পুরাতন বাংলোর পাশে পুকুরে অস্ত্র খুঁজতে গিয়ে বাংলোর ভিতরেই পুঁতে রাখা শতাধিক বস্তা ব্যবহৃত ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ।

আজ ২৯ মার্চ শনিবার বেলা ১১ টার দিকে এই ব্যালট পেপার উদ্ধার করেন তারা।

নাটোর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) মোঃ রাশেদুল ইসলাম বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে তিনি শহরের কান্দিভিটুয়া এলাকার পুরাতন ডিসি বাংলোতে আসেন। সেখানে মাটি খুঁড়ে শতাধিক বস্তা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, এই ব্যালট পেপারগুলো গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ব্যবহৃত ব্যালট পেপার গুলো ৬ মাস পর্যন্ত ট্রেজারিতে জমা থাকে। পরবর্তীতে নির্বাচন সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা না হলে ব্যালট পেপার গুলো ধ্বংস করা বা অন্যত্র সরিয়ে ফেলা হয়। এরই অংশ হিসেবে ট্রেজারীতে পর্যাপ্ত জায়গা না থাকায় পুরাতন ডিসি বাংলোর পরিত্যাক্ত ভবনে রাখা হয়। কিন্তুকে বা কারা এই ব্যালট বাক্স গুলো সেই গুদাম থেকে বের করে মাটিতে পুতে রাখে।
সেখানে কোন প্রহরা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে এনডিসি জানান, সেখানে একজন নাইটগার্ড আছে। কিন্তু তাকে এ বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য গতকাল ডিসি বাংলোর পাশের পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এর সাথে ব্যালট পেপার উদ্ধারের কোনো জোগসাজোস আছে কিনা। এমন প্রশ্ন করা হলে তিনি জানান, আমি ঠিক জানি না এর সাথে কোনো যোগসূত্র আছে কিনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান। নাটোর ডিসি বাংলোর পাশের ওই পুকুরটি সেচ দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। সেখানে আরো অস্ত্র আছে কিনা তা খোঁজ করে দেখবে পুলিশ। ইতিমধ্যে সেচ মেশিনের ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেচ কার্য কাজ শুরু করা হবে বলে জানান তিনি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর