25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান

আরও পড়ুন

বিপ্লব তালুকদার , খাগড়াছড়ি প্রতিনিধি:

শুক্রবার বিকেলে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরে বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষালয়ের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

এসময় অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, গীতা হচ্ছে এমন একটি ধর্মগ্রন্থ যার মধ্যে জীবনের সবকিছু বিরাজমান। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে। প্রত্যেক পরিবার থেকে নৈতিক শিক্ষা শুরু করতে হবে। নৈতিক শিক্ষায় শিক্ষিত হলে কেউ বিপথে যাবে না। গীতা প্রচারে সনাতনীদের এর কর্মকাণ্ড নিয়ে প্রশংসা করেন তিনি।

সারাদিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচীর মাধ্যমে সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অশোক মজুমদার, সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সচিব তমাল দাশ লিটন , খাগড়াছড়ি গীতানুরাগী চিত্তরঞ্জন দেব, গীতানুরাগী ধনা চন্দ্র সেন , সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য রনজিৎ দে, যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখর সেন ও নয়ন আর্চায্য প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর