26 C
Dhaka
Thursday, October 2, 2025

শেখ হাসিনার বাপ-বেটির গল্প শুনিয়ে আমাদের ব্রেনকে ওয়াশ করেছে- ড. আতিক

আরও পড়ুন

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধঃ

নতুন করে যারা ফ্যাসিবাদী করার চেষ্টা করবে তাদেরকে ইন্ডিয়া পাঠানো হবে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ।

বৃহস্প‌তিবার (২৭ মার্চ) সন্ধ‌্যায় উলিপুর অ‌ডিট‌রিয়াম হলরু‌মে, জাতীয় নাগরিক পার্টি উলিপুর উপজেলা শাখার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে মহান শহীদ ও আহ‌ত যোদ্ধা‌দের স্মর‌ণে ইফতার ও দোয়া মাহ‌ফিলে প্রধান অ‌তি‌থির বক্তব্যে এসব কথা ব‌লেন তি‌নি।

ড. আতিক মোজাহিদ ব‌লেন, ১৭ বছর বাপ-বেটির গল্প শুনতে শুনতে আমাদের ব্রেনকে ওয়াশ করা হ‌য়ে‌ছে। আফসোসের বিষয় শেখের বেটি ব্যর্থ হয়েছে। ছাত্রলীগ এমন কোনো জায়গা নেই, সব জায়গায় মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে।

‌তিনি আরো ব‌লেন, কুড়িগ্রামকে বলা হয় প্রাণের কুড়িগ্রাম। প্রা‌ণের কু‌ড়িগ্রামকে স্পেশাল বরাদ্দ দেওয়া হবে। এ প্রজন্ম নেতাদের পক্ষে স্লোগান দিতে দিতে শেষ হয়ে গেছে। তারা নিজেরা কর্মক্ষম হ‌বে। শিক্ষকদের পেনশনের আট হাজার কো‌টি টাকা শেখ হাসিনা মে‌রে দি‌য়ে‌ছে। এই রাষ্ট্র ম‌ু‌জিববা‌দের না, এটি সক‌লের রাষ্ট্র ব‌লেও মন্তব‌্য ক‌রেন তি‌নি।

এতে সভাপ‌তি‌ত্ব করেন জাতীয় নাগ‌রিক পা‌র্টির উলিপুর উপজেলা শাখার সংগঠক সাখাওয়াত হোসাইন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র শিক্ষার্থী তাইজুল ইসলামের সঞ্চালনায় বক্তব‌্য রা‌খেন, ‌বৈষম‌্য বি‌রোধ‌ী ছাত্র আন্দোল‌নের কু‌ড়িগ্রাম জেলার সদস‌্য স‌চিব ফয়সাল আহ‌মেদ সাগর, জাতীয় নাগ‌রিক ক‌মি‌টির উলিপুর উপ‌জেলার সংগঠক ডা. আতা এলা‌হি সাগর, সদর উপ‌জেলার সংগঠক মুকুল মিয়া, উলিপুর উপ‌জেলা বিএন‌পির সা‌বেক সভাপ‌তি হায়দার আলী মিঞা, ইসলামী আন্দোলন বাংলা‌দেশ উলিপুর দ‌ক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাও. আরিফুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর