26 C
Dhaka
Thursday, October 2, 2025

দুমকীতে কলেজ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, আসামি সাকিবের তিন দিনের রিমান্ড

আরও পড়ুন

গোপাল হালদার, পটুয়াখালী প্রতিনিধি:::

পটুয়াখালীর দুমকীতে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় এক আসামি সাকিব মুন্সীকে (২১) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ মার্চ) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শিরিন সুলতানা শুনানি শেষে এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আসামি সাকিব মুন্সী দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের আলগী গ্রামের বাসিন্দা মামুন মুন্সীর ছেলে। তার বিরুদ্ধে মামলার বাদীপক্ষ সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য রিমান্ডের আবেদন করে।

এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রুহুল আমিন সিকদার বলেন, “মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং ঘটনায় সম্পৃক্ত অন্যান্য তথ্য উদঘাটনের জন্য আসামির রিমান্ড একান্ত প্রয়োজন ছিল। আদালত সেটি মঞ্জুর করেছেন।”

এদিকে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ মো. সালাউদ্দিন বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নিয়েছি। ন্যায়বিচারের স্বার্থে আমরা আসামির তিন দিনের রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেছি।”

গত ১৮ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকী উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত এক শহীদের ১৭ বছর বয়সী কন্যা তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং পরদিন দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেন।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং রিমান্ডে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার আরও বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

এই নৃশংস ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন দোষীদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে।

আগামী ৩০ মার্চ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কিছু আলামত সংগ্রহ করা হচ্ছে এবং অন্যান্য সম্ভাব্য অভিযুক্তদের চিহ্নিত করার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর