খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন হচ্ছে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস। বুধবার ভোর ৫ টা ৫১ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তপোধ্বনির মধ্যদিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা।
এরপর বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে জেলা শহরের মাইনী ভ্যালীস্থ শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
এরপর জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ চেয়ারম্যান সহ বিভিন্ন সরকারি বেসরকারি দফতর, সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী প্রতিষ্ঠানের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আজ জেলার সব পর্যটন ও বিনোদন কেন্দ্র দর্শণার্থীদের প্রবেশ বিনামূল্যে করা হয়েছে।