25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

নাটোরে ভোক্তা অধিকারের অভিযানে মামুন বেকারি এবং ননীবালা মিষ্টান্ন ভান্ডার নামের দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ ২৫ মার্চ মঙ্গলবার বেলা ১১ টার দিকে শহরের হুগোলবাড়িয়া এলাকার মামুন বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরীর অভিযোগে ২০ হাজার টাকা এবং স্টেশন বাজার এলাকার ননীবালা মিষ্টান্ন ভান্ডার কে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরীর অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক নাজমুল হাসান জানান, ভোক্তা অধিকার এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ মঙ্গলবার শহরের মামুন বেকারি এবং ননীবালা মিষ্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করা হয়। সেখানে মামুন বেকারীর কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং ননীবালা মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় নিরাপদ খাদ্য আইনের আওতায় মামুন বেকারি কে ২০ হাজার টাকা এবং ননীবালা মিষ্টান্ন ভান্ডার কে ৫০ হাজার টাকা করা হয়। এর সঙ্গে তাদের সতর্ক করে দেয়া হয় যাতে এই ধরনের পরিবেশে আর খাদ্যদ্রব্য তৈরি সংরক্ষণ এবং বিক্রয় না করা হয়। এ সময় অভিযানের সহযোগিতা করেন র্যাব সিপিসি-২ এর কমান্ডার, হাফিজ আল আসাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর