26 C
Dhaka
Thursday, October 2, 2025

ফুলবাড়ীতে ধরলা নদীর বালুচর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আরও পড়ুন

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী ধরলা সেতুর প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে নির্জন বালুচর থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী থানার পুলিশ এবং রংপুর পুলিশের ক্রাইম টিম যৌথভাবে এ লাশ উদ্ধার করে।

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কয়েকজন কৃষক মাঠে কাজে যাওয়ার সময় বালুর ভিতর পুঁতে রাখা কিন্তু দুই পা বাইরে বেরিয়ে থাকা অবস্থায় অজ্ঞাত লাশটি দেখতে পায়। চিৎকার-চেঁচামেচিতে শত শত উৎসুক জনতা জড়ো হয় লাশ দেখতে।

খবর পেয়ে ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশিদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে রংপুর পুলিশের ক্রাইম টিমকে অবগত করা হয়।

এদিন দুপুর ১টার দিকে রংপুর থেকে পুলিশের ক্রাইম টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফুলবাড়ী থানা পুলিশের সহযোগিতায় বালুর নিচে পুঁতে রাখা লাশ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, রংপুর পুলিশের ক্রাইম টিমের সহায়তায় ধরলা নদীর চর থেকে ২৫/৩০ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সব প্রক্রিয়া শেষ করে আগামীকাল (বুধবার) ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর