30.7 C
Dhaka
Friday, October 3, 2025

কুমিল্লায় জাতীয়তাবাদী মহিলা দলের উজ্জ্বল নক্ষত্রের নাম ফারজানা আলম।

আরও পড়ুন

কুমিল্লা জেলা প্রতিনিধি :

বংশগত ভাবে যে পরিবারে জন্ম : ১৯৮৩ খৃষ্টাব্দে সদর দক্ষিণ উপজেলার ২ নং চৌয়ারা ইউনিয়ন পরিষদের রামচন্দ্রপুর গ্রামে, ততকালীন চেয়ারম্যান পরিবারে জন্ম হয়। পিতা – মৃত:আলী আজহার মজুমদার। মাতা – শাহানা বেগম।

শিক্ষা ও রাজনৈতিক জীবন: ফারজানা আলম মজুমদার কুমিল্লা শহরের, ১৯৯৯ খৃষ্টাব্দে -শৌলরানী দেবী পৌর উচ্চ বিদ্যালয় হইতে সুনামের সাথে এসএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি কুমিল্লা মহিলা কলেজ থেকে এইচএসসি ও লালমাই আদর্শ ডিগ্রি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

কুমিল্লা জেলার সাবেক আহবায়ক,নবনির্বাচিত চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলের সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইয়ের অনুসারী হিসেবে বিএনপির দুরসময়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। পরবর্তীতে ২০১৮ সালে কুমিল্লা জাতীয়তাবাদী জেলা মহিলা দলে নেত্রী পদ লাভ করেন। একই বছরে আওয়ামী লীগ ও ফেসিস সরকার ও তার পুলিশ ও হেলমেট বাহিনী দ্বারা আক্রমণের শিকার হন।

আহ্বায়ক ফারজানা আলম মজুমদার জন্মগত ভাবে বিএনপি করেন। তার দাদা সাবেক ৩৩ বছরের ইউপি চেয়ারম্যান মরহুম আক্তারুজ্জামানের নাতিন ফারজানা আলম মজুমদারের সাথে কথা বলে জানা যায় তিনি তার দাদার ঐতিহ্য ধরে রাখতে চান।জনগনের খুব কাছে থেকে সুখে- দু:খে সদর দক্ষিণ উপজেলা বাসীর পাশে থাকার চেষ্টা করছেন। তিনি আরো বলেন সদর দক্ষিণ উপজেলা প্রতিটি মানুষের কষ্ট হবে আমার কষ্ট তাই তাদের সাথে নিয়ে কাজ করার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছি পৈতৃক সুত্রে বিএনপির রাজনৈতিক করেন বলে দাবি করেন।

এছাড়া ও ২০১০ সালে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের শুরু হইতে আন্দোলন সহ প্রতিটি সময়ে হাজী ইয়াসিন সাহেবের নেত্রীতে অংশ গ্রহণ করি । বর্তমানে দল দলের শীর্ষ স্থানীয় নেতারা আমাকে সদর দক্ষিণ উপজেলার মহিলা দলের আহ্বায়ক হিসেবে আমাকে মনোনীত করা হয়েছে।
তিনি পরিচিত মুখ হলেও দেশের মানুষের কাছে তেমন আলোচিত না থাকলেও বর্তমানে। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মহিলা দলের আহ্বায়ক হিসেবে বর্তমানে উপজেলা বাসীর পাশে থেকে কাজ করা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ।

সারাজীবন জিয়ার আদর্শের রাজনীতির কবর বলে দলের দূর সময়ে মাঠে আছি এবং থাকতে গিয়ে । আওয়ামী লীগের নেতা কর্মীদের কর্তৃক অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমার রাজনৈতিক অভিভাবক হাজী ইয়াসিন সাহেবর নির্দেশনায় দলের দুঃসময়ে সব কর্মসূচি পালন করেছি। আমি এখন মনে করি জননেতা তারেক রহমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীরা আমার রাজনৈতিক জীবনের ত্যাগেকে মূল্যায়ন করেছেন। তাই আমি আমার যায়গায় থেকে কুমিল্লার সকল নেতা কর্মী সহ জনাব তারেক রহমানের কাছে কৃতজ্ঞ আমার রাজনৈতিক অভিভাবক মো: আলহাজ্ব ইয়াসিন সাহেবের সার্বিক নির্দেশনায় সুন্দর ভাবে আগামী দিন গুলো দলকে বিজয় উপহার দিতে কাজ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর