25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

বরগুনাগামী পরিবহনে ডাকাতি

আরও পড়ুন

সানাউল্লাহ রেজা শাদ:::

সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বাকেরগঞ্জ- বরগুনা আঞ্চলিক মহাসড়কের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসা বরগুনাগামী ইমরান পরিবহনের একটি বাস বরগুনার গলাচিপা এলাকায় পৌঁছালে ডাকাতের কবলে পড়ে।

বাসের যাত্রীরা জানান, ‘ সড়কে গাছ ফেলে ডাকাতরা তিনটি বাসের গতিরোধ করে। ইমরান পরিবহনের একটি বাসে হামলা চালায় সশস্ত্র ডাকাতরা। যাত্রীদের কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ডাকাতের কবলে পড়া বাসটি যাত্রীসহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর