25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

জকিগঞ্জে স্বেচ্ছাসেবক, শ্রমিক ও ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আরও পড়ুন

আহসান হাবীব লায়েক জকিগঞ্জ সংবাদদাতা::

সিলেটের জকিগঞ্জে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় সুলতানপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) উপজেলার বাবুর বাজার আল মদিনা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

সুলতানপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল বাশারের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক নেতা আহমেদ মুমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ।

বিশেষ অতিথি ছিলেন জকিগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, পৌর যুবদলের সাবেক সভাপতি কাউন্সিলর রিপন আহমদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুমিল আহমদ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষক দলের সহ-সভাপতি একরাম উদ্দীন, জেলা কৃষক দলের সদস্য আব্দুল বাছিত, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রুহেল আহমদ, উপজেলা বিএনপি সদস্য হিফজুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাজেদ আহমদ, সুলতানপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল জব্বার সাবেল, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদুর রহমান সাজু, আমিনুর রশিদ রিপন, কাওছার আহমদ, আব্দুস শহীদ, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক করিম আহমদ, সাংগঠনিক সম্পাদক মইনুল হক, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া আহমদ, রামিম আহমদ মাসুম, হোসাইন আহমদ, সাদিক আহমদ, যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, শাহীন আহমদ, এনাম আহমদ, উজির উদ্দিন, রাসেল আহমদসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে প্রধান অতিথি সহ বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গড়তে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের দিনক্ষণ, মাস সামনে আনতে হবে। যারা দ্বিতীয় পন্থার খোঁজে আছে, তারা দেশের মানুষের ত্যাগের বিরুদ্ধে কাজ করছে। ‘আমরা ১৬ বছর আন্দোলন করেছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। মালিকানা ফিরিয়ে দেওয়ার মূল বাহক হচ্ছে নির্বাচন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য মূল বাহক হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত সরকার, একটি সংসদ। এই পরিবর্তন করার জন্য আর দ্বিতীয় কোনো পন্থা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর