25 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

নাটোরে গুরুদাসপুরে কাছিকাটা ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় আল মামুন(২৬) নামের এক সেনা সদস্য নিহত হয়েছে।

আজ শুক্রবার বিকেল তিনটার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আল মামুন নাটোর সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া এলাকার মৃত ওছিম উদ্দিনের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, নাটোর থেকে আরপি স্পেশাল যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। পথে বিকেল তিনটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের দিকে কিছুটা দুমড়ে মুচড়ে যায়। সেখানে ঘটনাস্থলেই ওই বাসের যাত্রী সেনা সদস্য আল মামুন নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এবং হাইওয়ে পুলিশ নিহত আল মামুনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। ধাক্কা দেয়া ট্রাকটি জব্দ করছে পুলিশ। কিন্তু এর চালক এবং সহকারী পালিয়ে যায়। এ বিষয়ে সড়ক আইনে মামলা দায়ের এবং চালককে গ্রেপ্তারের প্রস্তুতিও চলছে বলে জানান এই কর্মকর্তা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর