26 C
Dhaka
Thursday, October 2, 2025

দাঁতমারা বিএনপি ইফতার মাহফিলে সরওয়ার আলমগীর -সংঘবদ্ধ চক্র দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে

আরও পড়ুন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:::

একটি সংঘবদ্ধ চক্র দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।

তিনি বলেন- প্রতিদিনই চুরি-ডাকাতি, ধর্ষণ, ইভটিজিংয়ের মত অপরাধ সংঘটিত হচ্ছে, যা উদ্বেগজনক। তিনি আরো বলেন, দেশের চলমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নাই।

দেশের মানুষ দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে । দেশের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র শান্তি প্রিয় জনগন মেনে নেবে না। বলে দিতে চাই, পাশবর্তী একটি রাস্ট্রের সহযোগিতায় স্বৈরাচার আওয়ামী দোসরদের কোনো ষড়যন্ত্র এদেশের মানুষের ক্ষতি করতে পারবে না। তিনি ফটিকছড়িতে ৫ আগস্টের পরবর্তী প্রতিটি হত্যকান্ডের সুষ্ঠু বিচারের দাবী জানান প্রশাসনের নিকট ।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় উপজেলার দাঁতমারা ইউনিয়ন বিএনপি পরিবারের উদ্যোগে দাঁতমারা ইউনিয়ন পরিষদ চত্তরে বৃহস্পতিবার (২০ মার্চ) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দাঁতমারা ইউনিয়ন বিএনপির প্রবীন নেতা গোলাফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম ( বি. এ ), মহিন উদ্দিন আজম তালুকদার, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, আবুল খায়ের, আবু মেম্বার, জেলা যুব দল নেতা মিঞা মোশাররফ আনোয়ার চৌধুরী মশু, জেলা শ্রমীক দল নেতা মো. হানজালা, মো. একরামুর হক , আহমদ ছাফা, মো. বেলাল সওদাগর, ইলিয়াস চৌধুরী, নুরুজ্জামান মেম্বার, জাহেদ মেম্বার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিন উদ্দিন মেসি, সাজ্জাদুল কবির জামাল, নজরুল ইসলাম মানিক, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা আব্দুল জব্বার, শাকিল খানসহ আরো অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর