25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত নীলফামারীতে রহস্যজনক যুবক গ্রেফতার

আরও পড়ুন

নীলফামারী প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে *নীলফামারী অনলাইন শপ* গ্রুপে *itz Sabuj Ahmed* আইডিধারী অজ্ঞাতনামা এক ব্যক্তি হযরত মোহাম্মদ (সঃ) এবং হযরত আয়েশা (রা:) এর সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য প্রদান করে একটি পোষ্ট দেন। ঐ গ্রুপেরই আরেক সদস্য *সুশান্ত রায়* উক্ত আপত্তিকর পোষ্ট শেয়ার করলে বিষয়টি জেলা পুলিশ নীলফামারী এর গোচরীভুত হয়। তাৎক্ষনিকভাবে জেলা পুলিশ, নীলফামারী অপরাধীদের সনাক্ত করার লক্ষ্যে উক্ত পোষ্ট এর বিষয়ে অনুসন্ধান শুরু করে।

অনুসন্ধানে দেখা যায় যে, জনৈক সবুজ ইসলাম নামে এক ব্যক্তি তার *itz Sabuj Ahmed* আইডি থেকে পোষ্ট প্রদান করেন। পরবর্তীতে নীলফামারী থানাধীন গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা এলাকার বাসিন্দা *সুশান্ত রায়* উল্লিখিত পোষ্টটি শেয়ার করেন।

অভিযুক্তদের গ্রেফতারের লক্ষে পুলিশ সুপার, নীলফামারী এর নির্দেশনায় একাধিক বিশেষ টিম একযোগে অভিযান শুরু করে। অভিযান পরিচালনা কালে দেখা যায় যে, অভিযুক্ত সুশান্ত রায় কোন নির্দিষ্ট এলাকায় বেশী সময় অবস্থান করেন নি এবং তার অবস্থান নীলফামারীসহ পার্শ্ববর্তী জেলার সীমান্ত এলাকায় পরিলক্ষিত হয়। প্রতীয়মান হয় যে, অভিযুক্ত সীমান্ত এলাকা দিয়ে অন্য কোন রাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন কিন্তু পুলিশের অব্যাহত নজরদারী থাকায় তিনি দেশ ত্যাগে ব্যর্থ হন। এক পর্যায়ে অপরাধীর অবস্থান নিশ্চিত করে পুলিশের আভিযানিক দল সুশান্ত রায়কে আটক করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার সত্যতা স্বীকার করেন। তাছাড়াও জানা যায় যে, তিনি দেশী ও বিদেশী রাষ্ট্রের ষড়যন্ত্রকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিই ছিল তার মূল উদ্দেশ্য।

ইতোমধ্যে উল্লিখিত পোষ্ট সংক্রান্তে ধর্মপ্রান মুসলমানদের মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয় এবং কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলিম অভিযুক্তকে গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ প্রদর্শন করেন। উল্লিখিত বিষয়ে স্থানীয় *মোঃ মোরসালিন হোসাইন(২৫)* পিতা-মোঃ নিন বাবুল ইসলাম, সাং-কির্ত্তনীয়াপাড়া, ডাকঘর-পোড়ারহাট, থানা ও জেলা-নীলফামারী বাদী হয়ে নীলফামারী থানায় এজাহার দায়ের করলে নীলফামারী থানার মামলা নং-১৯, তারিখ-১৯/০৩/২০২৫খ্রিঃ, ধারা-২৯৫-ক/ ১৫৩-ক পেনাল কোড রুজু করা হয়।

এই ঘটনায় সম্পৃক্ত অন্যান্য আসামীদের সনাক্তসহ গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীঃ ১। সুশান্ত রায় (৪০) পিতা-পরেশ বাবু, সাং-পশ্চিম ধোবাডাঙ্গা, পাইকারপাড়া, গোড়গ্রাম থানা ও জেলা-নীলফামারী।

জব্দকৃত আলামতঃ আসামী সুশান্ত রায় এর ব্যবহৃত VIVO ব্রান্ডের এন্ড্রোয়েড মোবাইল ফোন।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর