25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

কুমিল্লায় ছাত্রলীগের বহিষ্কৃতদের উপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

আরও পড়ুন

:::কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :::

এক মাসেরও বেশি সময় আগে প্রক্টরিয়াল বডির কর্তব্য পালনে বাধা ও শিক্ষককে হেনস্থার অভিযোগে কুমিল্লা বিশ্বদ্যিালয় থেকে সাময়িক বহিষ্কার হওয়ার পরদিন ছাত্রলীগের অপর পক্ষের হাতে মার খেলেন দুই বহিষ্কৃত নেতাসহ তিনজন। আজ বুধবার (৮ ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন তাজান্না কনফেকশনারীর সামনে এ ঘটনা ঘটে।

এসব ঘটনা প্রক্টরের ইন্ধনে ঘটছে অভিযোগ তুলে ভুক্তভোগীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে।

মারধরের শিকার তিনজন হলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান চৌধুরী হৃদয় ও বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম রোহান। এদের মধ্যে প্রথম দুজনকে বহিষ্কার করে কুবি প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদ্য সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজ সমর্থিত এনায়েত উল্লাহ, সালমান চৌধুরী হৃদয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সায়েম ও সাদ্দামসহ কয়েকজন দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ ২০১৭ সালে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহি সমর্থিত ১২ থেকে ১৫ জন নেতাকর্মী তাঁদের ওপর হামলা চালায়। এসময় তাঁদের সঙ্গে যোগ দেন স্থানীয় ছাত্রদল নেতা রনি মজুমদার। হামলায় এনায়েত উল্লাহ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও গাছের খণ্ড দিয়ে তাঁকে আঘাত করতে থাকেন হামলাকারীরা।

মারধরের ঘটনায় রোহানের হাত ভেঙে গেলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর