25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে “বাফার সার গুদাম” নির্মানের স্থান পূণঃনির্ধারণের দাবীতে স্মারকলিপি প্রদান

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

নাটোরে “বাফার সার গুদাম” নির্মানের স্থান পূণঃনির্ধারণের জন্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে নাটোর জেলা সার ডিলার এসোসিয়েশন।

আজ ১৯ মার্চ বুধবার বেলা এগারোটার দিকে জেলা প্রশসক আসমা শাহিনের কাছে এই স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন বিগত আওয়ামী দুঃশাসন আমলে জেলা সার বীজ ও মনিটরিং কমিটি নাটোর এবং শিল্প মন্ত্রানালয় কর্তৃক গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ উপেক্ষা করে রাষ্ট্রীয় আর্থিক সাশ্রয় ও অনান্য সুবিধাদি আমলে না নিয়ে নলডাঙ্গা উপজেলায় “বাফার সার গুদাম” নির্মানের স্থান নির্বাচন করা হয়। এতে রাষ্ট্রের ১ হাজার কোটি টাকা গচ্ছা যাবার আশঙ্কা করা হচ্ছে। উপরোন্ত স্থান নির্বাচনের ক্ষেত্রে রেল, সড়ক ও নৌ পথের মধ্যে যেখানে নূন্যতম ২টি পরিবহন সুবিধা রয়েছে এরূপ স্থানে সার গুদাম নির্মানের নিয়ম থাকলেও সরকারী নিয়ম-নীতি উপেক্ষা করে তৎকালীন নাটোর সদরের সাংসদ এর রাজনৈতিক ও তার ব্যক্তিস্বার্থে ফসলী জমিতে অধিগ্রহনের কার্যক্রম গ্রহন করে।

নাটোর জেলার সার ডিলার এসোসিয়েশন এর দাবীর প্রেক্ষিতে শিল্প মন্ত্রনালয় সার গুদাম নির্মানের স্থান পূনঃ নির্ধারন বিষয়ে এক কমিটি গঠন করা হয়। ওই কমিটি সরেজমিনে নাটোর জেলার সম্ভাব্য বিভিন্ন স্থান পরিদর্শন করে নাটোর রেল ষ্টেশন সংলগ্ন বিএডিসি সার গুদামের পার্শ্বে অবস্থিত হুগলবাড়িয়া মৌজায় অবস্থিত রেলের দীর্ঘ দিনের পরিত্যাক্ত ও অপ্রয়োজনীয় জমিতে সার গুদাম নির্মানের জন্য ১নং স্থান পূনঃনির্ধারন করেন এবং রেলের উক্ত জমি ছাড় করার জন্য শিল্পমন্ত্রনালয় কর্তৃক উদ্যোগ গ্রহন করা হয়। কিন্তু নিয়ম-নীতি উপেক্ষা করে পুনরায় নীতিমালা লংঘন করে বাসুদেবপুরে গোডাউন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ কার্যক্রম গ্রহণ করে যা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ওই স্থানে ভূমি অধিগ্রহণ করলে সরকারের এক হাজার কোটি টাকা বেশি গচ্ছা যাবে এবং যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় সেখান থেকে সার পরিবহনে ডিলার এবং কৃষকদের চরম ভোগান্তিতে পড়তে হবে। এই বিষয়গুলি মাথায় রেখে বর্তমান বাফার গোডাউনের পাশেই রেলের জমি অধিগ্রহণ করে সেখানে সার গোডাউন নির্মাণের অনুরোধ জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন বি,এফ, এ ও পরিচালক কেন্দ্রীয় বিএফএর নাটোর জেলা সভাপতি আব্দুস সালাম,সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান,সহ সম্পাদক আব্দুল মজিদ, সহ সভাপতি মোঃ খন্দকার আব্দুল মান্নান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর