25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগ নেতা আটক

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

নাটোরের সিংড়ায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুটুক্তি করায় সাকিবুল ইসলাম স্বচ্ছ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাত ১২টার দিকে সিংড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত স্বচ্ছ নিষিদ্ধ সংগঠন রামানন্দ খাঁজুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিংড়া গোল-ই আফরোজ সরকারী কলেজের সাবেক জিএস উম্মে আমারা ইসলাম সুখির ভাই। উভয়েই সোয়াইর গ্রামের আমিনুল ইসলামের ছেলে-মেয়ে।

স্বচ্ছ ও আমারা ইসলাম সুখির বিরুদ্ধে মহানবীকে নিয়ে কটুক্তির করার অভিযোগ এনে রবিবার সকালে সিংড়া থানায় লিখিত অভিযোগ দেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সিংড়া শাখার সভাপতি মাওলানা মোঃ আকরাম হোসেন, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার যুগ্ন আহব্বায়ক মোঃ আব্দুল মোমিন।

এদিকে ছাত্রলীগ নেতা আটকের ঘটনায় তার বিচার দাবিতে থানা চত্বরে বিক্ষোভ মিছিল করেন উপস্থিত উত্তেজিত জনতা।

অভিযোগ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম বিরোধী বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা ও দ্বীনের নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিমূলক স্ট্যাটাস ও মন্তব্য করে আসছে। গত( ১৪ মার্চ) সন্ধায় শাহবাগী আন্দোলন কেন্দ্রীক একটি ফেসবুক স্ট্যাটাসে দ্বীনের নবী হযরত মুহাম্মদ (সা.) কে গালিগালাজসহ জঙ্গি বলে এবং ইসলাম বিরোধী কথাবার্তা বলে মন্তব্য করে। এমন কার্যক্রম করা থেকে বিরত থাকতে বললেও পূনরায় প্রতিবাদকারীদের বিভিন্ন ভাবে হুমকী দেওয়া হয়।

মাওলানা মোঃ আকরাম হোসেন জানান, অভিযুক্তরা দীর্ঘদিন অবৈধভাবে ক্ষমতায় থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছত্রছায়ায় এলাকায় দাপট দেখিয়ে বেড়িয়েছে। সে সাধারণ মানুষকে মানুষ মনে করে নাই কখনও। সম্প্রতি দ্বীনের নবীকে নিয়ে কুটুক্তি করেছে তারা দুই ভাই বোন। এটা কোন ভাবেই মেনে নেওয়া যায়না। উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে তাদের। অবিলম্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীকেও গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ আসমাউল হক জানান, অভিযোগের ভিত্তিতে ছাত্রলীগ নেতা সাকিবুল ইসলাম স্বচ্ছকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর