25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

গলাচিপা উপজেলার ইউএনও’র অফিসিয়াল ফেসবুক পেইজ হ্যাক, থানায় সাধারণ ডায়েরির

আরও পড়ুন

গোপাল হালদার, পটুয়াখালী:

গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেইজ “UNO Galachipa (উপজেলা প্রশাসন গলাচিপা)” হ্যাক হয়েছে। হ্যাক হওয়ার পর পেইজটি থেকে ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়, যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে তিনি দেখতে পান তার ব্যবহৃত অফিসিয়াল ফেসবুক পেইজটি হ্যাক হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য আবেদন করেছেন।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, “পেইজটি হ্যাক হওয়ার পর আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ কারণে আইনি সহায়তার জন্য থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছি।”

রাত ১১টায় গলাচিপা অফিসার্স ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন। তিনি সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, “ইউএনও স্যারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরির আবেদন পাওয়া গেছে। আমরা ঘটনাটি তদন্ত করছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের পক্ষ থেকে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পেইজটি পুনরুদ্ধারের চেষ্টা চলমান অব্যাহত রয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর