25 C
Dhaka
Thursday, October 2, 2025

অটোচালককে হত্যা করে অটো ছিনতাই-কিশোরকে ১০ বছরের আটকাদেশ

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি :::

নাটোরে অটোচালককে হত্যার অভিযোগে হাসিবুল ইসলাম (১৬) ওরফে মোহাম্মদ আলী নামের এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত।

আজ রোববার বেলা ১১ টার দিকে এই রায় প্রদান করেন নারী ও শিশু আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নাটোর সদরের কামার দিয়ার এলাকার অটো রিক্সাচালক আসাদ মোল্লা(৩৫) ২০১৮ সালের ১১ মে সন্ধ্যা সাতটার দিকে অটো রিক্সা নিয়ে ভাড়া খাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু রাত্রি বারোটা পার হয়ে গেলেও বাড়িতে না ফেরায় আসাদের স্ত্রী এবং বাড়ির লোকজন ফোনে যোগাযোগের চেষ্টা করে কিন্তু তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরেরদিন ১২ মে সকাল সাতটার দিকে সদর উপজেলার হালসা গ্রামের ৬ নং ব্রিজ এলাকায় থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় আসাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। এ সময় তার ব্যবহৃত অটো রিক্সাটি সেখানে পাওয়া যায়নি।

এই ঘটনায় ১২ মে আসাদ মোল্লার বাবা সিরাজউদ্দিন মোল্লা বাদী হয়ে অজ্ঞাত নামাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পাঁচ বছর পর আজ আদালত এই রায় ঘোষণা করেন।

মামলার বিশেষ কৌসুলি অ্যাডভোকেট আব্দুল কাদের জানান, মামলা দায়েরের পর পুলিশ তদন্তে নামে। তদন্তে অটোরিকশা ছিনতাই এর উদ্দেশ্যেই আসাদ মোল্লাকে হত্যার ঘটনাটি ঘটেছে বলে তদন্তে প্রমাণিত হয়। এ ঘটনায় একমাত্র আসামি হাসিবুল ইসলাম ওরফে মোহাম্মদ আলীকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করে। একমাত্র অভিযুক্ত কিশোর বয়সের হওয়ায় আসামের অনুপস্থিতিতে আদালত তাকে ১০ বছরের আটক আদেশ প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর