25 C
Dhaka
Thursday, October 2, 2025

খাগড়াছড়িতে নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের অডিটোরিয়াম উদ্বোধন

আরও পড়ুন

খাগড়াছড়ি প্রতিনিধি:::

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৪০ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত খাগড়াছড়ি নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের অডিটোরিয়াম উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার (১৬ মার্চ ২০২৫) সকালে অডিটোরিয়াম ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার এবং স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান।

এছাড়াও উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী প্রতি পদ দেওয়ান, পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ, নিটোল মনি চাকমা, অনিময় চাকমা, এ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, মোঃ মাহবুবুল আলম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নতুন অডিটোরিয়াম শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশে এ অডিটোরিয়াম বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর