25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

দেশে বিচারহীনতার সংস্কৃতি শুরু হয়েছে – বিএনপির নেত্রী  পুতুল

আরও পড়ুন

আল আমিন,নাটোর প্রতিনিধি :::

বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. ফারজানা শারমিন পুতুল বলেছেন, সম্প্রতি দেশে ধর্ষণ বেড়ে গেছে। আছিয়া শুধু একটা না, পুরো দেশে এমন অনেক আছিয়া আছে।

যারা মিডিয়া কাভারেজ না পাওয়ায় কেউ জানতে পারেনা। যতোদিন পর্যন্ত এইসব ধর্ষকদের শাস্তি না হবে, ততোদিন পর্যন্ত দেশের জনগণ বর্তমান সরকারের কাছে আহবান জানায়, বিচারহীনতার যে সংস্কৃতি দেশে বিরাজ করছে সেখান থেকে উত্তরণের জন্য দ্রুত পদক্ষেপ নেবে অন্তবর্তীকালীন সরকার।

একদিনে তা না হলেও শুরুটা যেন হয়, এই শুরুটাই দেশের জনগণ দেখতে চায়। আগের স্বৈরাশাসক যেভাবে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছিল, বর্তমান সরকার তা না করে কিছু প্রদক্ষেপ নিয়েছে।

দেশের যনগণ অন্তবর্তীকালীন সরকারের উপর আস্থা রাখতে চায়। সেই আস্থার মর্যাদা তারা রাখবেন বলেই জনগণ বিশ্বাস করে।

শনিবার বিকেলে নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন পুতুল। এ সময় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর