গোপাল হালদার, পটুয়াখালী:
পটুয়াখালীতে ছাত্র অধিকার পরিষদ জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ছাত্র অধিকার পরিষদের জেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পথচারী, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে প্রায় পাঁচ শতাধিক রোজাদারের মাঝে ইফতার ও খাবার পানি বিতরণ করা হয়।
ইফতার বিতরণকালে গণ-অধিকার পরিষদ জেলার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান সাদ্দাম মৃধা বলেন, “পবিত্র রমজান মাসে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দলের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবো।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা গণ-অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক এম মনসুর আহমেদ, উর্মি আক্তার, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির মোল্লাসহ জেলা গণ-অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।